; NEW WEBSITE

 

সম্প্রতি NRBC Bank ও Auto Xpress Limited-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী NRBC Bank এর সকল ক্রেডিট কার্ড হোল্ডার Auto Xpress Limited -থেকে নুন্যতম ১০,০০০/- টাকার মোটর পার্টস বা লুব্রিক্যান্ট ক্রয় করলে (০% SimpleBuy) অর্থাৎ সুদ মুক্ত মুল পন্যের দাম ৩মাস, ৬ মাস, ৯ মাস অথবা ১২ মাসের কিস্তিতে পরিশোধের বিশেষ সুবিধা পাবেন। এছাড়াও Auto Xpress থেকে মোটর গাড়ী সার্ভিসিং এবং মেইন্টেনেন্স এর ক্ষেত্রে ২০%-৩০% পর্যন্ত ছাড় পাবেন এবং কোম্পানী নির্ধারিত পার্টসের উপর বিশেষ মুল্য ছাড় পাবেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে NRBC Bank এর পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআই এন্ড এডিসি জনাব কাজী মোঃ সেফায়েত কবির এবং Auto Xpress Limited -এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোঃ রইস উদ্দিন মোল্লা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে Auto Xpress এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুল হক সহ NRBC Bank এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।