; NEW WEBSITE

 

NRBC Bank ও Hotel Agrabad, Chittagong - এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী NRBC Bank এর সকল সম্মানিত VISA কার্ড হোল্ডার এখন থেকে Hotel Agrabad - এ অবকাশ যাপনে প্রস্তাবিত রুম ভাড়ার ক্ষেত্রে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করবেন। NRBC Bank এর পক্ষে ইভিপি ও হেড অব এফআই এন্ড এডিসি ডিভিশন জনাব কাজী মোঃ সাফায়েত কবির এবং Hotel Agrabad - এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ ইরাদ আলী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন NRBC Bank এর ডিএমডি কাজী মোঃ তালহা , ডিএমডি কাজী আহসান খলিল, সিএফও ও এসভিপি হারুনুর রশিদ, ইভিপি তনুশ্রী মিত্র সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।