; NEW WEBSITE

 

গত ৮ই মার্চ ২০১৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই-II) প্রোগ্রাম এর মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এই সমঝোতা চুক্তিতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব দেওয়ান মুজিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব জনাবা খালেদা পারভীন এবং মহাপরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রকল্প পরিচালক এক্সেস টু ইনফরমেশন (এটুআই-II) প্রোগ্রাম জনাব কবির বিন আনোয়ার। সমঝোতা স্মারকের উদ্দেশ্য সারাদেশে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে স্থাপিত ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোডের্র অধীনস' সমিতি সমুহের বিভিন্ন ই-সেবা প্রদান ও অনলাইনে বিদ্যুৎ বিল আদায়ের ব্যবস্থা করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব কাজী মোঃ সাফায়েত কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব দীপক কুমার চক্রবর্তী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব শুভাশীষ রায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, এফএমটি পরিদপ্তর জনাব মোঃ হোসেন পাটোয়ারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইসিটি দপ্তর জনাব হেদায়েতুল ইসলাম, এক্সেস টু ইনফরমেশন (এটুআই-II) প্রোগ্রামের লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জনাবা নাঈমুজ্জামান মুক্তা এবং প্রোগ্রাম কোর্ডিনেটর জনাব তহুরুল হাসান টুটুল।