; NEW WEBSITE

 

Swisscontact এর সাথে NRBC Bank এর দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন

গত ২৯শে জুন, ২০১৬ ইং, বুধবার জুরিখ, সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জতিক সহযোগী প্রতিষ্ঠান সুইসকন্টাক্ট এর সাথে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর একটি দ্বিপাক্ষিক অংশিদার চুক্তি সম্পাদিত হয়। এনআরবিসি ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যানশিয়াল ইনক্লুশন এন্ড এডিসি ডিভিশন জনাব কাজী মোঃ সেফায়েত কবির এবং সুইসকন্টাক্ট এর পক্ষ থেকে ‘সারথি’ টিম লিডার জনাব জাহিদ পারভেজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের এ্যসিস্টেন্ট ভাইসপ্রেসিডেন্ট জনাব শুভাশীষ রায়, সুইসকন্টাক্ট এর সারথি প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব তারেক মাহমুদ এবং এ্যাসোসিয়েট,পোর্টফোলিও এন্ড কমিউনিকেশনস্‌ তুবা খান।

সুইসকন্টাক্ট এর ‘সারথি’ পাইলট প্রকল্পটির অর্থায়ন করছে মেটলাইফ ফাউন্ডেশন। চুক্তি অনুযায়ী সুইসকন্টাক্ট এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অর্থায়নে দেশের ৫টি তৈরী পোশাক শিল্প কারখানার ২৫০০ শ্রমিকদের আর্থিক বিষয়ে শিক্ষা প্রদান এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তাদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে তাদেরকে ব্যাংকিং স্রোতধারায় লেনদেন এবং প্রয়োজনে ব্যাংক হতে বিশেষ ব্যবস্থায় ঋণ সুবিধার সহযোগিতা করা হবে। তাদের জন্য বিশেষ আকর্ষনীয় সঞ্চয়ী প্রকল্প ও স্বল্প সুদে আর্ষনীয় ঋণ প্রকল্প বাসত্মবায়ন করা হবে। এই পাইলট প্রজেক্টের মাধ্যমে শ্রমিকরা ব্যাংকিং শিক্ষা প্রাপ্ত হবে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ী হয়ে উঠবে এবং চড়া সুদে ঋণ গ্রহন থেকে বিরত থাকবে। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে শ্রমিকরা বিনা মূল্যে প্রত্যন্ত এলাকায় তাদের নিকট আত্মিয়ের কাছে টাকা পাঠাতে পারবে।