; NEW WEBSITE

 

সিলেটে এনআরবিসি ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্বোধন

১৬ জুলাই রোজ শনিবার সিলেট জিন্দাবাজারস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো. তালহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফিন্যানশিয়াল ইনক্লুশন এন্ড এডিসি বিভাগ জনাব কাজী মো: সেফায়েত কবীর সহ অন্যান্য এক্সিকিউটিভ বৃন্দ। অনুষ্ঠানের অন্যান্য সন্মানিত অতিথিবৃদ ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আজিজ আহমদ সেলিম, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম জনাব অননত্ম কুমার সিংহ, এগ্রিকালচার বিজনেজ সেন্টারের সিইও জনাব জ্যোতিষ তালুকদার, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী জনাব রানা কুমার সিনহা, জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জানব আব্দুল কাইয়ুম, মোইরাং-এর পরিচালক জনাব এন যোগেশ্বর অপু, বামসাসের সাধারণ সম্পাদক জনাব নামব্রম শংকর, এরেনা এন্টারপ্রাইজের পরিচালক জনাব রবি কিরন সিংহ, জনাব অপু চন্দ্র দেব, জনাব নন্দলাল সিংহ, জনাব গোবিন্দ রায় সুমন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ। উল্লেখ্য যে, এনআরবিসি ব্যাংকের এজেন্ট পয়েন্টে গ্রাহকবৃন্দ বিভিন্ন ব্যাংক একাউন্ট খোলার পাশাপাশি নগদ টাকা জমা ও উত্তোলন, বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স গ্রহন, বৈদ্যুতিক ও গ্যাস বিল জমা দিতে পারবেন।