; NEW WEBSITE

 

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসিব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ৩য় বার্ষিক সাধারণ সভা ব্যাংকের সম্মানিত স্পন্সর শেয়ার হোল্ডারগণের উপস্থিতিতে ১৮ এপ্রিল ২০১৬ তারিখে বোর্ডরুম ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্স শীট, প্রফিট এন্ড লস একাউন্ট অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী।

সভায় উপস্থিত সকল স্পন্সর শেয়ার হোল্ডারবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব দেওয়ান মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে ২০১৫ সালে ব্যাংকের সামগ্রিক কর্মকান্ডের এবং ২০১৬ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেণ।

সভাপতি তাঁর বক্তব্যে ২০১৫ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের গ্রাহকদের আস্থা, কেন্দী্রয় ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগীতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তিরিক ধন্যবাদ জানান। সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তোরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে এনআরবিসি ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডঃ তৌফিক রহমান চৌধুরী, জনাব মোহাম্মদ মনঞ্জুরুল ইসলাম, চেয়ারম্যান, নির্বাহী কমিটি, ডঃ নুরুন নবী, চেয়ারম্যান অডিট কমিটি প্রকৌশলী সৈয়দ মুনসিফ আলী,চেয়ারম্যান, ঝুঁকি-ব্যবস্থাপনা কমিটি, ব্যাংকের পরিচালকবৃন্দ, স্পন্সর শেয়ারহোল্ডার, জনাব জাবেদ আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ শাফায়েত ওয়াহেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কাজী মোঃ তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ রফিকুজ্জামান, ইভিপি ও কোম্পানী সচিবসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।