; NEW WEBSITE

 

তিনগুণ বৃদ্ধি প্রকল্প পরিচালনা সংক্রান্ত শর্তাবলী
১.
যে কোনো গ্রাহক নিজ নামে অথবা যৌথ নামে অথবা প্রতিষ্ঠানের নামে আমাদের যে কোনো শাখায়/এজেন্ট পয়েন্টে মাসের যে কোনো কর্মদিবসে কমপক্ষে ১০,০০০ টাকা জমা করে এই প্রকল্প খোলতে পারবেন।
২.
প্রকল্পের মেয়াদ : ১২ বছর ৬ মাস
৩.
জমাকৃত অর্থ নগদায়নের নিয়মাবলি :
ক. মেয়াদান্তে নগদায়নের নিয়মাবলি : মেয়াদান্তে গ্রাহক মুনাফাসহ জমাকৃত অর্থের তিনগুণ টাকা পাবেন।
খ. মেয়াদপূর্ব নগদায়নের নিয়মাবলি : মেয়াদপূর্তির পূর্বে কোনো আমানতকারী টাকা উত্তোলন করতে চাইলে নিম্নোক্ত নিয়মে জমাকৃত অর্থসহ মুনাফা দেয়া হবে :
i. ৬ মাসের কম সময়ের পূর্বে নগদায়নের ক্ষেত্রে শুধুমাত্র জমাকৃত অর্থ ফেরত দেয়া হবে ।
ii. ৬ মাস ও তার বেশি কিন্তু ১ বছরের কম সময়ের পূর্বে নগদায়নের ক্ষেত্রে পূর্ণ মাসগুলোর জন্য নগদায়নকালীন সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সর্বনিম্ন মুনাফা হারে জমাকৃত অর্থের উপর মুনাফা প্রদান করা হবে।
iii. নিম্নোক্ত ছকে বর্ণিত যে কোনো দুটি পূর্ণ বছরের মধ্যবর্তী যে কোনো সময়ে নগদায়নের ক্ষেত্রে অতিক্রান্ত পূর্ণ বছরের জন্য নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে। অবশিষ্ট সময়ের জন্য শুধুমাত্র পূর্ণ মাসগুলোর জন্য নগদায়নকালীন সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সর্বনিম্ন মুনাফা হারে মুনাফা প্রদান করা হবে।
মেয়াদ মেয়াদপূর্তিতে প্রদেয় টাকা (১০,০০০ টাকার জন্য) মন্তব্য
১ বছর ১০,৫৫০ পাশের ছকে ১০,০০০ টাকাকে আসল বিবেচনা করে বছরওয়ারী প্রদেয় টাকার হিসাব দেখানো হয়েছে। অন্য পরিমাণের জন্য বছরওয়ারী প্রদেয় টাকা পাশের ছকের সমানুপাতিক হবে।
২ বছর ১১,১৯০
৩ বছর ১২,০১০
৪ বছর ১২,৯১০
৫ বছর ১৩,৯৬০
৬ বছর ১৫,২২০
৭ বছর ১৬,৫৯০
৮ বছর ১৮,৩৭০
৯ বছর ২০,২৪০
১০ বছর ২২,০৯০
১১ বছর ২৫,১৬০
১২ বছর ৬ মাস ৩০,০০০
গ. মেয়াদোত্তর নগদায়নের নিয়মাবলি : প্রকল্প মেয়াদোত্তীর্ণের তারিখে নগদায়ন করা না হলে নিম্নোক্ত নিয়মে জমাকৃত অর্থসহ মুনাফা দেয়া হবে :
i. মেয়াদপূর্তির সময় হতে ১ মাসের কম সময়ের পূর্বে নগদায়নের ক্ষেত্রে শুধুমাত্র উপরিউক্ত ছক অনুযায়ী মেয়াদপূর্তিতে প্রদেয় অর্থ প্রদান করা হবে।
ii. ১ মাস ও তার বেশি কিন' ৬ মাস ও তার কম সময়ের পূর্বে নগদায়নের ক্ষেত্রে পূর্ণ মাসগুলোর জন্য নগদায়নকালীন সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সর্বনিম্ন মুনাফা হারে মেয়াদপূর্তিতে প্রদেয় অর্থের উপর মুনাফা প্রদান করা হবে।
iii. ৬ মাস পর যেকোনো সময় নগদায়নের ক্ষেত্রে পূর্ণ মাসগুলোর জন্য নগদায়নকালীন সময়ে প্রচলিত ছয় (৬) মাস মেয়াদী এফডিআর হিসাবের সর্বনিম্ন মুনাফা হারে মেয়াদপূর্তিতে প্রদেয় অর্থের উপর মুনাফা প্রদান করা হবে।
ঘ. গ্রাহকের মৃত্যুজনিত কারণে নগদায়নের নিয়মাবলি : প্রকল্প সচল অবস্থায় গ্রাহক মৃত্যুবরণ করলে মৃত্যুর দিন পর্যন্ত সময়ের জন্য স্কিমের মুনাফার হার অনুযায়ী গণনাকৃত খতিয়ান স্থিতি (Ledger Balance) দেয়া হবে। অবশিষ্ট সময়ের জন্য মৃত্যু দিনের খতিয়ান স্থিতির উপর পূর্ণ মাসগুলোর জন্য নগদায়নকালীন সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সর্বনিম্ন মুনাফা হারে মুনাফা প্রদান করা হবে।
৪.
আমানতকারীর মৃত্যু হলে সংশ্লিষ্ট হিসাব বন্ধ করা হবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নমিনি/উত্তরাধিকারীকে প্রচলিত আইন অনুযায়ী হিসাবের প্রাপ্য টাকা প্রদান করা হবে।
৫.
যে সকল গ্রাহক এজেন্ট পয়েন্টের মাধ্যমে হিসাব খুলেছেন, হিসাব নগদায়নের জন্য সে সকল গ্রাহককে অবশ্যই হিসাব খোলার আবেদনপত্রে উল্লিখিত শাখায় যোগাযোগ করতে হবে।
৬.
আমানতকারী জমাকৃত টাকা অথবা নগদায়ন মূল্যের বিপরীতে ব্যাংকের ঋণ নীতিমালা অনুসারে ঋণ পেতে পারেন।
৭.
মেয়াদপূর্তিতে প্রদেয় (আমানত ও মুনাফা) অর্থের বিপরীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত/আরোপিতব্য সকল প্রকার কর/লেভি/ডিউটি বা সারচার্জ গ্রাহক বহন করবেন।