ইসলামী শরিয়াহ অনুযায়ী তহবিল ব্যবহার ও বিনিয়োগের সুস্পষ্ট অনুমতিসহ আমানতকারীদের দ্বারা ব্যাংকে অর্থ জমা করাকে আল ওয়াদীয়াহ্ বলা হয়। ইসলামী ব্যাংকসমূহ এই আল ওয়াদীয়াহ্ নীতির ভিত্তিতে চলতি হিসাব এ আমানত গ্রহণ করে থাকে। ইসলামী ব্যাংকসমূহ তাদের নিজস্ব দায়িত্বে এ তহবিল ব্যবহার করার অনুমতি গ্রহণ করে। আমানতকারীগণ এ তহবিল ব্যবহারের দ্বারা অর্জিত লাভ-লোকসানে অংশীদার হননা। এ হিসাবে জমাকৃত অর্থ জমাকারীগণ চাহিবামাত্র ফেরত পান। এ হিসাব থেকে উত্তোলনের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকেনা, গ্রাহক তার প্রয়োজনে বারবার টাকা উত্তোলন করতে পারেন। ব্যাংক প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও সরকার কর্তৃক আরোপিত ভ্যাট/ট্যাক্স/আবগারী শুল্ক কর্তন করতে পারবে।