এনআরবিসি ব্যাংকে কর্মীদের ‘শুদ্ধাচার’ পুরষ্কার প্রদান
জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে ৭ জন কর্মীকে ‘শুদ্ধাচার’ পুরষ্কার প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরষ্কার প্রদান করা হয়েছে। পুরষ্কারপ্রাপ্তরা হলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব হারুনুর রশিদ, সিটিও এবং আইসিটি বিভাগের প্রধান জনাব দিদারুল হক মিয়া, রূপপুর শাখার ব্যবস্থাপক জনাব রাশেদুল আলম, পূর্বধলা শাখার ব্যবস্থাপক জনাব নাহিদুর রহমান, চরগোবিন্দি উপশাখার ইনচার্জ মো.নাহিদ, হার্ডওয়ার সহকারী জনাব মোহাম্মদ ওমর ফারুক এবং সিকিউরিটি সুপারভাইজার জনাব মো. মোবারক হোসেন।
NRB Commercial Bank Shuddhachar 2018
NRB Commercial Bank Shuddhachar 2018
NRB Commercial Bank Shuddhachar 2018
NRB Commercial Bank Shuddhachar 2019