News Details

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুব উদ্যোক্তাদের স্বল্প সুদে সহজশর্তে ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

গত রোববার গাজীপুরের যুব উদ্যোক্তাদেরকে বিনাজামানতে ৭ শতাংশের সুদের এই ঋণ বিতরণ করা হয়েছে। জাতীয় যুবদিবস-২০২২ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণ বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এই ঋণের চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হারুনুর রশিদ খান, এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে পাঁচজন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান করে এনআরবিসি ব্যাংক। উল্লেখ্য, প্রশিক্ষিত যুবদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের মাঝে ঋণ বিতরণে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে চুক্তি (এমওইউ) করেছে এনআরবিসি ব্যাংক। এই চুক্তির আওতায় অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুবরা মাত্র ৭ শতাংশ সুদে বিনাজামানতে ঋণ সুবিধা পাচ্ছেন।