News Details

আরও ৩ টি হাসপাতালে সুরক্ষা সামগ্রী সরবরাহ করল এনআরবিসি ব্যাংক।

করোনাভাইরাস সংক্রমণরোধে চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষা সামগ্রী দেয়া অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ ৪ মে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করা হয়েছে। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়। উল্লেখ্য, বিতরণের অব্যাহত ধারায় এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী, সাংবাদিক ও অন্যান্য সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচরিীদের নিরাপত্তার জন্য এই পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ পিপিই, ৫০০০ সার্জিক্যাল মাস্ক, ১০০০ কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও দেশের এই দুর্যোগকালীন সময়ে এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রতিবদ্ধ।