News Details

কোভিড-১৯ মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও সেবাকর্মীদের পাশে দাঁড়াল এনআরবিসি ব্যাংক

দেশের এই ক্রান্তিকালে জনসেবা ও চিকিৎসা বিষয়ক সেবা দানের জন্য ১৬৪১৩ ও ০৯৬১২৩১৬৪১৩ নম্বরে হেল্পডেস্ক গঠণের পাশাপাশি বিদ্যমান এই জরুরী অবস্থায় ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল-এর কোভিড-১৯ বা করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল গুলোতে নিয়োজিত চিকিৎসক ও সেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের মহতী পদক্ষেপ নিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে চট্টগ্রামের করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল সমূহে এবং ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে এবং খুব শীঘ্রই অন্যান্য হাসপাতাল গুলোতেও পৌঁছে দেয়া হবে। এই ঝুকিপূর্ণ সময়ে সরকারের পাশাপাশি জনসেবায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করে এনআরবিসি ব্যাংক।