News Details
এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ প্রক্ষিণের আয়োজন করে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট। ৩১ অক্টোবর, মঙ্গলবার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব গোলাম আউলিয়া। এসময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব ওবায়দুল হক এবং এভিপি জনাব মোঃ আব্দুল্লাহ আল ওয়াদুদ উপস্থিত ছিলেন। NRBC Bank's Foundation Training Completion The conclusion and certificate distribution of the month-long Foundation Training Course at the NRBC Bank have been organized. The Bank's Training Institute arranged this excursion to enhance the professional skills of recently recruited employees. On October 31, 2023, Mr. Golam Awlia, the Managing Director & CEO of the Bank addressed the conclusion session as the Chief Guest. At that time, Mr. Obaidul Haque, Principal, Training Institute of the Bank and Mr. Md. Abdullah Al Wadud, AVP were also present.