News Details

NRBC Bank ও Insaf Barakah Kidney & General Hospital Ltd

সম্প্রতি NRBC Bank ও Insaf Barakah Kidney & General Hospital Ltd -এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী NRBC Bank এর সকল সম্মানিত VISA কার্ড হোল্ডার এখন থেকে ইনসাফ বারাকাহ্ কিডনী এবং জেনারেল হাসপাতাল লিঃ - এ চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় ৪০%, বেড চার্জে ১০% সহ বভিন্নি সেবায় ডিসকাউন্ট উপভোগ করবেন । এনআরবিসি ব্যাংকের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এফ আই এন্ড এডিসি জনাব কাজী মোঃ সাফায়েত কবির এবং ইনসাফ বারাকাহ্ কিডনী এবংজেনারেল হাসপাতাল লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির ডিএমডি মোঃ আলতাফহোসেন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি জনাব কাজী মোঃ তালহা, ডিএমডি জনাব মো. মুখতার হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ