News Details
বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী ও প্রতিবন্ধীসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা বিতরণ প্রথমবারের মত ইলেক্ট্রনিক পদ্ধতিতে শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছানোর খবর তাঁদের মোবাইল ফোনে চলে যাবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তাঁরা টাকা তুলতে পারবেন। কেউ টাকা আনতে ব্যাংকে বা ইউনিয়ন পরিষদে যেতে না পারলে তাঁরা সমাজকল্যাণ অফিসকে জানাবেন, বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ভাতাভোগীরা এনআরবি কমার্শিয়াল মাধ্যমে এই টাকা উত্তোলন করতে পারবেন।
আমরা ইতিমধ্যে শিবপুর, পলাশ ও রায়পুরা উপজেলার ২০,০০০ ভাতাভোগীর একাউন্ট, ছবি সহ বায়োম্যাক্ট্রিক অন্তর্তুক্তি সম্পন্ন করেছি। এই প্রকল্পের আওতায় নরসিংদীর ভাতাভোগীদের (বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী) এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে প্রদান করা হবে। ডিসি অফিসের সম্মেলন কক্ষের অস্থায়ী বুথ স্থাপন করে সুবিধা ভোগীদের মাঝে টাকা বিতরণ করা হয়।
CURRENCY | BUYING(T.T.) | SELLING(B.C.) |
---|