News Details

0% SimpleBuy purchase agreement signed between NRBC Bank and Transcom Electronics & Transcom Mobile.

NRBC Bank ও Transcom Digital - এর মধ্যে একটি সমঝোতা চুক্ত সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী NRBC Bank এর সকল ক্রেডিট কার্ড হোল্ডার Transcom Electronics - থেকে নুন্যতম ৫০০০/- টাকার ইলেকট্রনিক্স পন্য এবং Transcom Mobile থেকে নুন্যতম ১৫,০০০/- টাকার পন্য ক্রয় করলে (০% SimpleBuy) অর্থাৎ সুদ মুক্ত মুল পন্যের দাম ৩মাস, ৬ মাস, ৯ মাস অথবা ১২ মাসের কিস্তিতে পরিশোধের বিশেষ সুবিধা পাবেন। NRBC Bank এর পক্ষে SVP & Head of FI & ADC Kazi Md.Safayet Kabir এবং Transcom Digital -এর পক্ষে প্রতিষ্ঠানটির AGM-Finance & Accounts Shib Pada Dey চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।