News Details

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সামগ্রী সরবরাহ করল এনআরবিসি ব্যাংক।

এনআরবিসি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ বা করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করেন ব্যাংকের খুলনা শাখার ব্যাবস্থাপক মোঃ মোখলেছুর রহমান বালী। ৫ মে ২০২০, মঙ্গলবার, হাসপাতালের পরিচালক রেজা সিকান্দার এবং অধ্যক্ষ মোঃ আব্দুল আহাদ উক্ত সুরক্ষা সরঞ্জামাদি গ্রহণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা। উল্লেখ্য, বিতরণের অব্যাহত ধারায় এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচরিীদের নিরাপত্তার জন্য এই পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ পিপিই, ৫০০০ সার্জিক্যাল মাস্ক, ১০০০ কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও দেশের এই দুর্যোগকালীন সময়ে এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।