News Details

রংপুরে শীতার্ত মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের কম্বল বিতরণ

রংপুরের মিঠাপুকুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। রংপুরের নানকর মিঠাপুকুরে আদিবাসি পাড়ায় স্থানীয়দের হাতে অনুদানের কম্বল তুলে দেওয়া হয়। এ সময় ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ সিরাজুল হক, মিঠাপুকুর উপ শাখার ইনচার্জ এ কে এম মঞ্জুরুল আলমসহ স্থানীয় সুধীজনবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।