News Details
আমানত ১৭ হাজার ৭৫৩ কোটি ও ঋণ ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের প্রথম ষান্মাসিকে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও অন্য সূচকে অগ্রগতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমান ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা। অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৮তম সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৩ সালের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ মোট ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২১ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ২৪ হাজার ৩৩০ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ট্রেজারারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ৩ হাজার ৫০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৩৩ দশমিক ৪০ শতাংশ। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গতবছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা। এছাড়া ২০২৩ সালের জানুয়ারি-জুন সময়ে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা। উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। সারাদেশে ১ হাজার ৬১৬টি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত ব্যাংকটি। গ্রামের মানুষের কর্মসংস্থানে উপশাখা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণের প্রচলন এবং ব্যাপক প্রসার ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক। NRBC Bank declares 1st Half 2023 Financial Performance Deposits: BDT 17,753 crore and Loans: BDT 14,348 crore NRBC Bank's deposit collection, loan disbursement and other financial indicators have progressed in the first half of the current year. At the end of June this year, the bank's deposits increased by 19 percent to Taka 17,753 crore which was 14 thousand 917 crores in the previous June. On the other hand, loan disbursement increased from Taka 12 thousand 416 crore to Taka 14 thousand 348 crore. In the 168th meeting of the Bank's board of directors held on Monday, the approved unaudited financial report of the first half of the current year (January to June) was presented. The meeting, presided over by Chairman S.M. Parvez Tamal, was held in a hybrid method. The bank's Vice Chairman Rafikul Islam Mia Arzoo, Director Mohammed Adnan Imam, A M Saidur Rahman, Mohammed Oliur Rahman, Loquit Ullah, Independent director Dr. Khan Mohammad Abdul Mannan, Air Chief Marshal (retired) Abu Esrar, and Dr. Raad Mozib Lalon, and other executives of the Bank were present in the meeting. According to the information of the financial report, at the end of June 2023, the size of the bank's balance sheet including off balance sheet has stood at Taka 27 thousand 321 crore which was Taka 24 thousand 330 crores in last June 2022. At the end of June this year, treasury investment stood at 4,672 crores. It was 3 thousand 502 crores in previous year. Investment has increased by 33.40 percent in this one year. Moreover, the Bank's total asset value (NAV) at the end of June of the current year is BDT 1,312 crore, which was BDT 1,200 crore in June of the previous year. On an individual basis, NAV stands at BDT 1,274 crore, compared to BDT 1,168 crore in June of the previous year. Also, during January to June of 2023, the Bank's EPS stands at 51 paisa in a consolidated manner and 45 paisa on an individual basis. It is worth mentioning that NRBC Bank started its journey on April 2, 2013, and providing banking services through 1,616 service centers across the country. The Bank registered in the capital market in 2021 is conducting banking services through 1 thousand 616 service centers across the country. NRBC Bank has introduced and widened the prevalence of sub-branch banking and micro-credit for the betterment of rural people.