News Details

তোফায়েল আহমেদ ফাউন্ডেশন'কে ২০ লাখ টাকার অনুদান দিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড.

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 'তোফায়েল আহমেদ ফাউন্ডেশন'কে ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সোমবার, ১১ মে, ২০২০ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি-এর হাতে অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো.মুখতার হোসেন।উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিঃ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতিপূর্বে গণমাধ্যমকর্মী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচারী এবং দেশব্যাপী ৩০টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ এর অধিক পিপিই, ৫০০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ১০০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৮০০ এর অধিক বিশেষ চশমা ও ১৫০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও দেশের এই দুর্যোগকালীন সময়ে এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।