News Details

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা: এবিএম আবদুল্লাহ-এর হাতে ত্রাণ বিতরণে জন্য অনুদানের চেক তুলে দিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

সোমবার, ১১ মে, ২০২০ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনআরবিসি ব্যাংকের কোভিড-১৯ মোকাবিলা তহবিল থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা: এবিএম আবদুল্লাহ-এর হাতে ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণে জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিঃ দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি(পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতিপূর্বে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচারী এবং দেশব্যাপী ৩০ টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ১৮,৬০০ এর অধিক পিপিই, ৮,৪০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ৫,২০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৬,২৫০ এর অধিক বিশেষ চশমা ও ১০,২০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।