News Details
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ঝিনাইদহ সদর থানায় কোভিড-১৯ বা করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে । ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আইয়ুব আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. বদরুদ্দোজা শুভ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মিজানুর রহমান উক্ত সুরক্ষা সরঞ্জামাদি গ্রহণ করেন । সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), কেএন৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা । এসময় ব্যাংকের হাটগোপালপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব রাসেল মেহেদী এবং ঝিনাইদহ উপশাখার ইনচার্জ জনাব সবুজসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতমধ্যে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং দেশব্যাপী ৫০ টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ১৮,৬০০ এর অধিক পিপিই, ৮,৪০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ৫,২০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৬,২৫০ এর অধিক বিশেষ চশমা ও ১০,২০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।