News Details
করোনাভাইরাস প্রতিরোধে মাঠপর্যায়ের সম্মুখযোদ্ধা মতিঝিল থানার পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে এনআরবিসি ব্যাংক। রোববার ২১ জুন, ২০২০ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত খানের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো. মুখতার হোসেন। এসময় উভয়পক্ষের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১০০ টি পিপিই, ২৫ টি ফেস শিল্ড এবং ২৫ টি বিশেষ চশমা। উল্লেখ্য, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালসমূহে নিয়োজিত ৭ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে ব্যাংকটি। এছাড়া, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ জরুরি কাজে নিয়োজিত কর্মীদেরও পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক এখন পর্যন্ত ১৮ হাজার পিপিই, ৮ হাজার ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৫ হাজার ২০০ কেএন-৯৫ মাস্ক, ৬ হাজার ২৫০ টি বিশেষ চশমা ও ১০ হাজার ২০০ টি হেডশিল্ড সরবরাহ করেছে। এছাড়া করোনাভাইরাস পরীক্ষায় সম্পল সংগ্রহে দেশের বেশকিছু উপজেলায় স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করেছে এনআরবিসি ব্যাংক।