News Details

জাতীয় শোক দিবস উপলক্ষে এনআরবিসি ব্যাংকের আলোচনা সভা.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। "শোক হোক শক্তি/ উন্নয়নে হবে অর্থনৈতিক মুক্তি" শীর্ষক স্লোগানে এই আলোচনা অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও মোহাম্মদ আলী চৌধুরী মামুন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ব্যাংকের সকল শাখার কর্মকর্তারা অনলাইনে অংশ নেন। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে বিপথগামী সেনা সদস্যদের বুলেটে নির্মমভাবে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।