নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।
বড়াইগ্রামে কওমী হাফেজিয়া এতিমখানা বালক ও বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কমিটির সভাপতি আফতাব উদ্দিন ফকিরের হাতে অনুদানের কম্বল তুলে দেন ব্যাংকের লক্ষ্মীকোল উপশাখার ব্যবস্থাপক আরেফিন হায়দার।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।