News Details
২০১৭ সালের ১১ ডিসেম্বর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে পুনর্যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। বর্তমান চেয়ারম্যান এসএম পারভেজ তমালের নেতৃত্বে গঠিত হয় নতুন পরিচালনা পর্ষদ। এরপর শুধুই সাফল্যের গল্প। সৃজনশীলতা ও সেবার উৎকর্ষতা শীর্ষে ওঠে আসা এনআরবিসি ব্যাংক পুনর্যাত্রার ৫ বছর অতিক্রম করেছে। আজ ১৭ ডিসেম্বর, শনিবার কেককাটাসহ নানা আনুষ্ঠানিকতায় পুনর্যাত্রার ৫ বছর উদযাপন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সকলকে শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। শুরুতেই ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পর্যায়ক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক আদনান ইমাম, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ নাজিম, এএম সাইদুর রহমান, লকিয়ত উল্ল্যাহ, উদ্যোক্তা ও সাবেক পরিচালক আবু বকর চৌধুরী ও মঞ্জুরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মুজিব লালনকে ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা জানানো হয়।