News Details
প্রতিবন্ধীদের সাহায্যার্থে বিডিডিটি কে ২ লাখ টাকা অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক. এনআরবিসি ব্যাংক লিমিটেড প্রতিবন্ধীদের সহায়তার জন্য বাংলাদেশ ডিজেবল ডেভেলপমেন্ট ট্রাস্ট (বিডিডিটি) কে ২ লাখ টাকা অনুদান প্রদান করেছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে বিডিডিটি এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মোঃ মনিরুজ্জামান খানের হাতে অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসান হাবিব ও বিডিডিটি এর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে
CURRENCY | BUYING(T.T.) | SELLING(B.C.) |
---|