News Details

রাজশাহীতে নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সুরক্ষা পোশাক (পিপিই) সরবরাহ করল এনআরবিসি ব্যাংক।

এনআরবিসি ব্যাংক লিমিটেড-এর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজশাহীতে নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সুরক্ষা পোশাক (পিপিই) সরবরাহ করা হয়। ৫ মে ২০২০, মঙ্গলবার, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন)-এর হাতে ব্যাংকের পক্ষ থেকে ১৫০ টি সুরক্ষা পোশাক (পিপিই) হস্তান্তর করেন ব্যাংকের রাজশাহী শাখার ব্যাবস্থাপক মোঃ নুরুল হাবিব। উল্লেখ্য, বিতরণের অব্যাহত ধারায় এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচরিীদের নিরাপত্তার জন্য এই পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ পিপিই, ৫০০০ সার্জিক্যাল মাস্ক, ১০০০ কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও দেশের এই দুর্যোগকালীন সময়ে এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।