মুদারাবা মাসিক মুনাফা প্রকল্প

যে সকল আমানতকারীর মাসিক মুনাফা প্রয়োজন যেমন, অবসরপ্রাপ্ত চাকুরিজীবি, বিনিয়োগের সুযোগহীন অলস টাকার মালিক, তাদের জন্য এই হিসাব খুবই উপযোগী। বিভিন্ন সংস্থাও এই হিসাব খুলতে পারেন। এতে গ্রাহক উচ্চ ওয়েটেজ যুক্ত সাময়িক হারে মাসিক মুনাফা লাভ করেন। চুড়ান্ত মুনাফার হার ঘোষনার পর গ্রাহকের হিসাবে সাময়িক মুনাফা সমন্বয় করা হয়।নূন্যতম ৫০০০০ টাকা ও এর গুনিতক যে পরিমান টাকা দিয়ে এ হিসাব খোলা যায়।

  •   ব্যাংকের প্রদেয় মুনাফা স্থানন্তরের জন্য গ্রাহককে একটি সংযুক্ত হিসাব (লিংক একাউন্ট) খুলতে হয়।
  •      ন্যূনতম জমার পরিমাণ ৫০০০০ টাকা ও এর গুনিতক টাকা অথবা এর গুণিতক।
  •   জমার সময়কাল ১, ২, ও ৩ বছর। তবে ব্যাংক ও গ্রাহকের সম্মতিতে নবায়ন করা যেতে পারে।
  •      আমানতকারীর জমাকৃত টাকার বিপরীতে কর্জে হাছানা নীতিমালার শর্তাবলী পরিপালন সাপেক্ষে কর্জ প্রদান করা যেতে পারে।
  •      মেয়াদ পূর্ত্তির পূর্বে মুনাফার যৌক্তিক হ্রাসসহ নগদায়ন করা হয়।
Account Opening Tutorial