গ্রাহক নিজ নামে কিংবা যৌথ নামে প্রথম কিস্তির টাকা জমা করে এই সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
এই প্রকল্পের মেয়াদঃ ৩ (তিন), ৫ (পাঁচ), ৭ (সাত) ও ১০ (দশ) বছর।
যে কোন শাখায় কিস্তির টাকা জমা করা যায়।
মাসে যে কোন দিন এই হিসাব খোলা যায় এবং পরবর্তী মাস হতে মাসিক কিস্তি প্রতিমাসের ২৮ তারিখের মধ্যে জমা করা যাবে। ২৮ তারিখ ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে টাকা জমা দেয়া যাবে।
স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে চলতি/সঞ্চয়ী/এসএনডি হিসাব হতেকিস্তির টাকা কোন প্রকার চার্জ ছাড়াই পরিশোধ করা যাবে।
যে কোন সঙ্খ্যক কিস্তির টাকা অগ্রিম দেয়া যাবে।
আমানতকারীদের সকল প্রকার কর/শুল্ক/লেভি/অন্যান্য চার্জ (যদি থাকে) প্রদান করতে হবে।