মুদারাবাহ্ মেয়াদী জমা হিসাব (এম টি ডি এ/সি) লভ্যাংশে অংশগ্রহণ মূলক একটি সেবা। ব্যাংক মুদারাবাহ্ নীতির ভিত্তিতে আমানত গ্রহণ করে এবং হালাল ব্যবসায় (ইসলামী শরীয়তে বৈধ) বিনিয়োগ করে। মুনাফা পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী বন্টিত হয় আর কোন লোকসান হলে তা জমাকারীর হিসাবে গণ্য হয়। ব্যাংক প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও সরকার কর্তৃক ভ্যাট/ট্যাক্স/আবগারী শুল্ক কর্তন করতে পারবে।