মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব মুদারাবাহ্ নীতি অনুযায়ী পরিচালিত ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি অংশীদারিত্বের চুক্তি। এখানে গ্রাহক তহবিল প্রদান করে আর ব্যাংক শরীয়াহ্ নীতিমালা মেনে ব্যবসা করে। অর্জিত মুনাফা গ্রাহক ও ব্যাংকের মধ্যে পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী বন্টিত হয়। কোন রুপ লোকসান হলে চুক্তি অনুযায়ী গ্রাহক বহন করেন, ব্যাংক তার সেবার বিপরীতে পারশ্রমিক পান না ।