মুদারাবাহ্ সহজ সঞ্চয় হিসাব মুদারাবা নীতিমালা অনুযায়ী পরিচালিত একটি সঞ্চয় হিসাব যা আমানতকারীকে মুদারাবাহ্ সঞ্চয় হিসাবের চেয়ে অধিক মুনাফা প্রদানের নিশ্চয়তা প্রদান করে। মুদারাবাহ্ সঞ্চয় হিসাবের যাবতীয় সুবিধাসমূহ প্রদানের পাশাপাশি এটি আমানতকারীর অনুকূলে উচ্চ ওয়েটেইজের ভিত্তিতে মুনাফা প্রদান করে। অর্জিত মুনাফা গ্রাহক ও ব্যাংকের মধ্যে পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী বন্টিত হয়। কোন রুপ লোকসান হলে চুক্তি অনুযায়ী গ্রাহক বহন করেন, ব্যাংক তার সেবার বিপরীতে পারশ্রমিক পান না। ব্যাংক প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও সরকার কর্তৃক ভ্যাট/ট্যাক্স/আবগারী শুল্ক কর্তন করতে পারবে।